মোমেনশাহীতে কমিউনিটি ক্লিনিক নিয়ে সেমিনারঃ

তারিখঃ ৩০ আগস্ট, শনিবার।
প্রধান অতিথিঃ রেজাউল মাকসুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ।
সভাপতিঃ জেলা প্রশাসক, ময়মনসিংহ।
বিষয়ঃ প্রান্তিক স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক।
৬৫ জন CHCP, উপজেলা প্রশাসন, ও উপজেলা হেলথ সেক্টর, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সংবাদিক ও সূধীজন মিলিয়ে প্রায় ১৬০ জন এই সেমিনারে অংশ নেয়।
প্রানবন্ত এই সেমিনারে কমিউনিটি ক্লিনিক নিয়ে আগতরা নানা রকম প্রশ্ন, মন্তব্য, মতামত ব্যক্ত করেন।
UNO, CEO Zillla parishad, DDLG, DC সকলেই সিসিগুলোকে গতিশীল করতে এগিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান অতিথি জনাব রেজাউল মাকসুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ বলেন সিসিগুলোকে সকল ধরনের সহায়তা দেয়া হবে। এবং এই নির্দেশনা সংস্লিষ্ট সকলকে দেন। তিনি আরও বলেন, যেখানে ট্রাস্ট বা সরকার আটকে যাবে সেখানে স্থানীয় সরকার বিভাগ তাদের হাত প্রসারিত করবে। সিসির সেবায় রাস্তা, ফেন্সিং, মেরামত, রং করা, ডায়াবেটিক বা প্রেশার মাপার মেশিন ক্রয় করে দেয়ার জন্য অনুরোধ করেন।
এমডি সন্চালনায় বলেন গত ৫৪ বছরে স্বাস্থ্য খাতে বড় সংস্কার হয়েছে ওয়ার্ড লেভেলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রান্তিক স্বাস্থ্য সেবায় নিয়ে যাওয়া। আরো একটি বড় সংস্কার হলো অধিদ্প্তরের ন্যায় ট্রাস্ট গঠন। ৭০ টি দেশে এই কমিউনিটি ক্লিনিক সমাদৃত হয়েছে, বান কি মুন এদেশে এসেছিলেন প্রান্তিক এই স্বাস্থ্য কাঠামো দেখতে।
তিনি আরও বলেন এই সরকারের বড় একটি সাফল্য হলো ১৪ হাজার CHCP এর চাকরী সরকারী করা হয়েছে। তাদের বেতন Ibass ++ এ দেয়া হচ্ছে। অন্যান্য ভাতাদি বিকাশের মাধ্যমে দেয়া হচ্ছে।
ডায়াবেটিক মাপা, প্রেশার মাপা বা
জ্বর সরদি কাশী চুলকানীর মতো রোগের চিকিৎসা, মা ও শিশুর পরিচর্যা, বয়ষ্কদের চিকিৎসা, ২২ ধরনের ফ্রী ঔষধ সরবরাহ এবং উপজেলা হাসপাতালে রেফার করার ক্ষেত্রে ময়মনসিংহের কমিউনিটি ক্লিনিক গুলো ১০০% সচল হবে।
জাগো বাহে কোন্ঠে সবাই।



Post a Comment

0 Comments