একজন নবজাতকের সুস্থ্যতার পিছনে লুকিয়ে থাকে অনেকগুলো মানুষের শ্রম। সবথেকে বেশি শ্রম দিয়ে থাকে একজন মা । তাই নবজাতকের সুস্থ্যতার জন্য মায়ের সুস্থ্যতা জরুরী ।মা সুস্থ্য থাকলেই কেবল মাত্র একজন সুস্থ্য নবজাতকের জন্ম হতে পারে । আমদের গ্রামীণ জনগনের প্রায় ৮০ শতাংশ মানুষ কুসংস্কারের মধ্যে থাকে । যা একজন মায়ের অসুস্থ্যতার প্রধান কারন হয়ে দ্বারায় । এছাড়াও দারিদ্রের কারনে মায়েরা যথেষ্ট পুস্টিকর খাবার খেতে পারেনা সে কারনেই নবজাতক মাতৃগর্ভেই অপুস্টির স্বীকার হয় । নাগরগঞ্জ কমিউনিটি ক্লিনিক বিভিন্ন সময় মা সমাবেশের আয়োজন করে গর্ভবতী মা ও তাদের পরিবার কে গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা সম্পর্কে সচেতন করে আসছে। কেবল মাত্র গর্ভবতী মা ও নবজাতকের সঠিক পরিচর্যার মাধ্যমে সম্ভব ।

0 Comments