আমার স্বপ্ন

প্রতিটি মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে যা ঐ মানুষটি নিজের বুকের মধ্যে লালন করে । মানুষটি তার স্বপ্নের চূড়ান্ত রূপ দেখতে চায় ।তেমনি আমিও কিছু স্বপ্ন দেখি ।আর আমার স্বপ্ন হলো আমি আমার নিজ এলাকার ৬ হাজার মানষকে সেবা দিয়ে একটি সুন্দর সুস্বাস্থের অধিকারী করে তাদের প্রতিনিধি হবো । আর আমি হবো তাদের সকল প্রকার সুখ দুঃখের ভাগিদার ।আমি হবো তাদের আত্বিক আত্বর স্পন্দন । আমি এই স্বপ্ন দেখি ।আমি একজন সি এইচ সি পি হিসেবে আমি আমার স্বপ্নটাকে বুকের মধ্যে লালন করি ।।।।।


                          সেবা নিন সুস্থ থাকুন

Post a Comment

0 Comments