স্যার ডাঃ আজমল হক


আমার দেখা একজন সৎ ও যোগ্য এবং আমার প্রিয় ব্যক্তি ডাক্তার আজমল হক স্যার(UH&FPO) চিরিরবন্দর। আমার দেখা একজন সেরা মানুষ যিনি তার নিজের উদ্ভাবনী মেধা মনন দিয়ে তার নিজের প্রতিষ্ঠান উপজেলা হেলথ কমপ্লেক্স চিরিরবন্দর  কে গড়ে তুলেছেন একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে । এই প্রতিষ্ঠান এর পুষ্টি উদ্যান, ভেষজ উদ্যান এবং পুষ্প উদ্যান প্রতিষ্ঠানটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। এছাড়া প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বাগানগুলো যোগ করেছে আলাদা কিছু বৈশিষ্ট্য। পরিষ্কার ও পরিচ্ছন্নতার একটি নিদর্শন হলো এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি তে আমি আমার বেসিক ট্রেনিং (সি এইচ সি পি)  করতে পারে নিজেকে গর্বিত মনে করেছি । সেই সাথে এ রকম একজন মহৎ স্যার কে কাছে পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।।।।।

Post a Comment

0 Comments