প্রতিটি UHC তে সি সি কর্নার খোলা প্রসঙ্গে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচসি) এ কমিউনিটি ক্লিনিক কর্নার (সি.সি.সি) প্রতিষ্ঠার কর্মশালা। ২0২২ সালের মধ্যে সিবিএইচসি প্রতিটি UHC- এর মধ্যে একটি সি সি করপোরেশন স্থাপন করবে। ঐ সি.সি. কোণে মসৃণভাবে কাজ করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেসর (এসওপি) তৈরি করা হবে। একটি শক্তিশালী রেফারেল প্রক্রিয়া (ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী) স্থাপন করে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার ও রেফারেল সিস্টেমের অধীনে এই কার্যক্রমের মূল ফোকাস।


মাননীয় লাইন ডিরেক্টর, সি.বি.এইচ.সি প্রফেসর ড। আবুল হাশেম খান এই  অনুষ্ঠানের সভাপতি ছিলেন। অতিরিক্ত মহাপরিচালক, ডিজিএইচএস প্রফেসর ড। এনায়েত হোসেন মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
nagorganjccbirganj.blogspot.com

Post a Comment

0 Comments